আবেদন পত্র

ক্ষুধা (সেপ্টেম্বর ২০১১)

নাজমুল হাসান নিরো
  • ৬৪
  • 0
অবসাদ ভুলতে শিশা লাউঞ্জে যাও?
অথবা এ্যারামে তিন পেগ হুইস্কিতেই মাতালের ভান কর?
অনেক কষ্ট তোমার?
এস আমার সাথে;
কষ্ট কাকে বলে দেখিয়ে দেব;
টান মেরে খুলে ফেল কালভার্টের পর্দা।
দেখবে টুলুটুলু চোখে ক্ষুধা তাকিয়ে আছে তোমার দিকে;
না, আগে তারা তোমার হাতের দিকে তাকাবে ;
দেখবে তোমার হাতে কোন খাবার আছে কি না।
এখানে মানুষগুলো রূপান্তরিত হয়েছে ক্ষুধায়;
তেতালি্লশের কার্বন কপি দেখতে পাবে তুমি;
শুধু কিছু কিছু জায়গায় কালি বাদ পড়েছে;
এটুকুই যা তফাৎ।
এখানে ক্ষুধার্ত মানুষগুলো এত দুর্বল;
ভিক্ষায় যাবার শক্তিও তাদের নেই।
ইচ্ছে হলে কেঁদে ফেলতে পার,
তোমার সমস্ত অবসাদ চোখের জল হয়ে বেরিয়ে যাবে।
হয় নি?
অর্থ-প্রাচুর্য্যের বিষন্নতায় পশ্চিমাদের মত পাংক সাজ?
তাহলে আবার এস আমার সাথে;
রায়ের বাজার বস্তিতে চল;
এটা তোমার মাহি ভাইয়ের কমু্যনিজম চর্চার শখের বস্তি নয়;
এখানে একাত্তরেও কঙ্কাল ছিল এখনও আছে;
শুধু এখনকার কঙ্কালের গায়ে চামড়া আছে;
এটুকুই যা তফাৎ।
অথবা পনেরতে...
যেখানে মানুষ দশ টাকার ভাত খেয়ে গোটা দিন কাটিয়ে দেয়,
এদেরকে তোমার মত রুচি বাড়ার ওষুধ খেতে হয় না,
হয় না খেতে তোমার মত জীবানুমুক্ত পানি,
ক্ষুধা এখানে অনেক শক্তিশালী,
জীবানুও এদের পেটে হজম হয়ে যায়।
অথবা তোমাকে নিয়ে যাব আগারগাঁও, অথবা জয়দেবপুরে
অথবা কাঁটাসুর, অথবা....... অথবা.......
না থাক আর না।
তুমি যদি মানুষ প্রজাতির অন্তর্ভুক্ত হও তাহলে এটুকুতেই হবে।
কাঁদ আবার কাঁদ;
সমস্ত অবসাদ চোখের জল হয়ে বেরিয়ে যাবে।
মনে হবে কোথায় অবসাদ, কোথায় বিষন্নতা;
নিজেকে পৃথিবীর সবচে' সুখী মানুষ মনে হবে।
তাহলে আমার সাথে এস...
প্রার্থনায় বস আমার সাথে;
অথবা প্রশ্ন কর বিধাতাকে;
হে বিধাতা "খাবার যখন না-ই দেবে
তবে পেট কেন দিলে তুমি?"
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ শামছুল আরেফিন এমন কবিতায় উপুজুক্ত কমেন্ট করার মত জ্ঞান আমার এখনো হয়নি। শুধু এক কথায় বলবো অসাধারণদের মাঝেও অনন্য অসাধারণ এটি।
ভালো লাগেনি ২৯ সেপ্টেম্বর, ২০১১
নাজমুল হাসান নিরো @Md. Akhteruzzaman - আপনার লেখা পড়েছি ভাই। আপনার মত অমন তথ্যবহুল লেখা গল্পকবিতায় খুব কমই চোখে পড়ে। খুব ভাল লেগেছিল। আমার লেখা আপনার প্রিয়তে যাওয়াটা সৌভাগ্যের বিষয়ই।
ভালো লাগেনি ২০ সেপ্টেম্বর, ২০১১
নাজমুল হাসান নিরো @Muzahidul Islam - এক কথাতেই সব প্রকাশ করে গেলেন! খুব ভাল লাগল।
ভালো লাগেনি ২০ সেপ্টেম্বর, ২০১১
নাজমুল হাসান নিরো @তৌহিদ উল্লাহ শাকিল ভাই - সত্যি বলতে কি ভাই, লেখাটা আসলেই আমার ফিল্ড ওয়ার্ক থেকেই এসেছে। খুব উৎসাহিত হলাম ভাই।
ভালো লাগেনি ২০ সেপ্টেম্বর, ২০১১
নাজমুল হাসান নিরো @আহমেদ সাবের ভাই - কি বলব আমি যে ভাষা খুঁজে পাই না যখন অনেক বড় মাপের মানুষ এমন করে বলে......
ভালো লাগেনি ২০ সেপ্টেম্বর, ২০১১
নাজমুল হাসান নিরো @সোহেল মাহরুফ - আপনার মন্তব্য অনেক উৎসাহিত করল আমাকে।
ভালো লাগেনি ২০ সেপ্টেম্বর, ২০১১
নাজমুল হাসান নিরো @তানভীর - তানভীর ভাই আপনার কবিতা পড়ে তো স্তম্ভিত হয়েছিলাম। আপনার মুখে অসাধারন কথা শোনাটা অনেকটাই সৌভাগ্যের বিষয়। আর হ্যাঁ সবাই আসলে ডাহা মিথ্যা কথা বলে। রোম পোড়ার সময় নিরো ওসব সাধারণ অপকর্ম করার মানুষই না। আসলে রোম যখন পুড়ছিল নিরো তখন তিন-তিনটা আওরত সহযোগে সুরা পানে মগ্ন ছিল।
ভালো লাগেনি ২০ সেপ্টেম্বর, ২০১১
নাজমুল হাসান নিরো @রুমঝুম - ধন্যবাদ আপু, আর যাই হোক অসাধারন কমন শব্দ হলেও শুনতে খুবই ভাল লাগে।
ভালো লাগেনি ২০ সেপ্টেম্বর, ২০১১
নাজমুল হাসান নিরো @টিটু - খুব ভাল লাগল টিটু ভাই বেশি না বকে শুধু কাজের কথাটাই বলে গেলেন।
ভালো লাগেনি ২০ সেপ্টেম্বর, ২০১১
নাজমুল হাসান নিরো @সৌরভ শুভ (কৌশিক ) - তোমার এমন ছড়ায় ছড়ায় বলাটা কিন্তু বেশ লাগে আমার। শুধু চাওয়া আবেদনটা যেন সবাই অন্তস্থলে স্থান নেয়।
ভালো লাগেনি ২০ সেপ্টেম্বর, ২০১১

২৪ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ১৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪